শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে রাস্তায় মদ্যপান অবস্থায় মাতলামি করার সময় ২নং নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। ১ জুন শনিবার রাত সাড়ে ১০টায় নালিতাবাড়ী উপজেলার কালাপানি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আঃ মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগড় পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)। জানা গেছে, শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল মালেকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স নালিতাবাড়ী উপজেলাতে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে ৫ জনকে আটক করা হয়। এঘটনায় নালিতাবাড়ী থানায় নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ পান ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের স্বারণীক (৩৬)১ এর ২৫ ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবির ওসি) মো. আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬ ঘন্টা ১২ মিনিট আগে
১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১৭ ঘন্টা ৯ মিনিট আগে