দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন মঙ্গলবার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জামালপুর জেলার উপ-পরিচালক মলয় কুমার সাহার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেমের সঞ্চালনায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বনাম গুরুচরণ দুধনই উচ্চ বিদ্যালয়। ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় বনাম আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়। “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” বিতর্ক প্রতিযোগিতার ১ম রাউন্ডে বিজয়ী হয় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বনাম আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়। “জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি প্রতিরোধ কোন ক্রমেই সম্ভব নয়” বিষয়ে ফাইনাল রাউন্ডে বিজয়ী হয় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিজয়ী হয়েছেন নাদিম হাসান পুলক। বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
১২ ঘন্টা ৪ মিনিট আগে
১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ ঘন্টা ৪ মিনিট আগে