শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর গতকাল ৩ জুন ২০২৪ তারিখে বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন। তিনি ইতিমধ্যেই নেত্রকোণা সদরে এসিল্যান্ড হিসেবে যোগদান করবেন। তিনি গত ১০ অক্টোবর ২০২২ ঝিনাইগাতী উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনের ১ বছর ৮ মাস সরকারী স্বার্থ রক্ষায় ২ কোটি ২৮ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর, নামজারির ডিসিয়ার ফি বাবদ ৭০ লক্ষ টাকা, ২০ একর খাস জমি এবং ১২ একর অর্পিত সম্পত্তি উদ্ধার করেছেন। এছাড়াও ১৯ লক্ষ টাকা অর্পিত লীজ মানি আদায় করেছেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৯১ টি মামলায় ১০ লক্ষ টাকা আদায় করা হয়েছে ও ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন। তিনি সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে নিরপেক্ষ ও কঠোর আইনের মাধ্যমে সম্পন্ন করেছেন। এতে তিনি আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় প্রশংসিত হয়েছেন। এছাড়াও গত ২৩ মে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে নামজারীর ক্ষেত্রে সহজীকরণ উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রথম স্থান লাভ করেছেন। ইতিমধ্যেই তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবেও পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬ ঘন্টা ১২ মিনিট আগে
১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১৭ ঘন্টা ৯ মিনিট আগে