অল্প সময়ের দীপ্ত কন্ঠে ভাষণে- অন্যায় ও জুলুমের কাছে আমরা নতি স্বীকার করতে পারিনা
==========================================
কয়েকটি মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন হেফাজত নেতা মুফতি মামুনুল হক। সম্প্রতি তিনি সব মামলায় জামিন প্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যুগ্ম মহাসচিব পদ পুনরায় ফিরে পান। এরপর থেকে তাঁর তৎপরতা বেশ সক্রিয়ভাবে লক্ষ করা যায়।
দীর্ঘসময়ের কারাভোগের পর মুফতি মামুনুল হক সহ কারামুক্ত সকল হেফাজত নেতাদের আগমন ঘটে ফটিকছড়ি জামিয়া বাবুনগর মাদরাসায়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাদরাসার মাঠে বিশাল সংবর্ধনার আয়োজন হয়। সংবর্ধনা অনুষ্ঠানে হেফাজতের কারামুক্তি নেতাকর্মীরা ছাড়াও কেন্দ্রীয় সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশাল মানুষের সমাগম হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময়ের জ্বালাময়ী বক্তব্যে মুফতি মামুনুল হক বলেন, আমরা মহান রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে নিজেদের কারাজীবন অতিক্রম করেছি। মহান রাব্বুল আলামিনও আমাদের প্রতিটি মুহুর্তে উত্তম প্রতিদান দিয়েছেন। মরহুম আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহঃ) মৃত্যুর সংবাদ আমাদের চরম ব্যতিত করেছে। কিন্তু এসবের মাঝে স্বস্তির খবর পেলাম দেশের মুসলিম জাতির নেতৃত্বকে সুসংগঠিত করতে আপোষহীন ইসলামি ব্যক্তিত্ব আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের গৌরব দীপ্ত পতাকাকে হাতে তুলে নিয়েছেন। আমাদের মাঝে স্বস্তি ফিরে আসলো। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব ও ইসলামি চেতনা আমাদের সংগ্রামকে ব্যাপকভাবে ত্বরান্বিত করবে।
লাখো জনতাকে উজ্জীবিত করে দীপ্ত কন্ঠে হুশিয়ারি বাণী উচ্চারণ করে তিনি আরো বলেন- সব অন্যায়ের ক্ষমা থাকলেও গাদ্দার ও বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আমাদের কঠিন অবস্থান নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুমহান চেতনায় বলীয়ান হয়ে আমাদের ছুটে চলতে হবে। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পেলে আমরা কখনো নীরব হয়ে বসে থাকবোনা। আমাদের প্রতিবাদ ও সংগ্রাম অব্যাহত থাকবে। অন্যায় ও জুলুমের কাছে আমরা কখনো নতি স্বীকার করতে পারিনা। তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ থাকার
১ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
৪ ঘন্টা ১১ মিনিট আগে
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ ঘন্টা ২১ মিনিট আগে
৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২ ঘন্টা ১৯ মিনিট আগে