“করবো ভূমি পুনরুদ্ধার, রাখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বুধবার এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি নলকুড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে রাংটিয়া-ঝিনাইগাতী সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নলকুড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুকনুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কারিতাসের ইকোনমিক কর্মকর্তা ওসমান গণি, এসআইএল এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, ফিল্ড সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা, মাঠ সহায়ক বেবি অমিতাসহ আয়োজিত সংগঠনগুলোর কর্মীবৃন্দ। প্রধান অতিথি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল তার বক্তব্যে বলেন, আমাদের প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের পরিবেশকে সুন্দরভাবে সাজাতে হবে। তার জন্য আমাদের সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মোতাবেক রাস্তার পাশে, বাড়ির আঙিনায় বেশি করে ফলজ গাছসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও স্কুলের শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল ইউনিয়ন পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, দিবসটি উপলক্ষ্যে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থায়নে ২০০ ও কারিতাসের অর্থায়নে ৫০ টি আম্রপলি গাছের চারা স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়।
১২ ঘন্টা ৪ মিনিট আগে
১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ ঘন্টা ৪ মিনিট আগে