শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ইজারাবিহীন চেল্লাখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে দুইজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৬ জুন বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রলিচালক রুবেল মিয়া (৩৬) ও হেলপার বাতকুচি গ্রামের কিতাব আলীর ছেলে আলমগীর হোসেন (২৬)। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী খরস্রোতা চেল্লাখালী নদীটি চলতি বাংলা সনে ইজারা প্রদান করা হয়নি। ওই নদীর বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এলাকার কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এসময় ট্রলি ভর্তি বালুসহ ট্রলিচালক রুবেল মিয়া ও হেলপার আলমগীর হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে রাতেই তাদেরকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬ ঘন্টা ১২ মিনিট আগে
১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১৭ ঘন্টা ৯ মিনিট আগে