শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার তাতালপুর বাজার এলাকায় ১০ জুন সোমবার রাত সোয়া ১২টার দিকে একটি ইজিবাইকে রক্ষিত ৪৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মো. নাসির হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত মাদককারবারি মো. নাসির হোসেন নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিক চাঁদপাড়া গ্রামের জনৈক আবজাল হোসেনের ছেলে। অভিযান দল সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আবু ছোফিয়ান তরফদার, কং অনিক মল্লিক, আসাদুজ্জামান, আনিসুর রহমান, মো. রাসেল মাহমুদ ও পারভেজ হাসান সোমবার গভীর রাতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের তাতালপুর বাজারের পশ্চিম পার্শ্বে কাশেম স্টোর দোকানের সম্মুখে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ক্রয় ও বিক্রয় কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইকে তল্লাশি চালায়। এ সময় ইজিবাইকের চালক ও মাদককারবারি মো. নাসির হোসেনকে আটক করা হয়। পরে ওই ইজিবাইক থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি দুই কার্টুনে এসি ব্ল্যাক ও ম্যাজিক মোমেন্টস ভোটকার ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ধৃত মাদক কারবারি নাসির হোসেনকে শেরপুর সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
১২ ঘন্টা ৩ মিনিট আগে
১২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৩ মিনিট আগে