নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. মুত্তাকিন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ৩ নভেম্বর ) সকাল ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুত্তাকিন একই গ্রামের মিয়াজন মাঝি মাড়ির মো. আনোয়ার হোসেন মাসুদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ( মেম্বার ) আব্দুল হান্নান টিপু জানান, শিশুটি সকালে বাড়ির উঠানে খেলা করছিল।
কোন একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
পরে বাড়ির অনেক লোকজন খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিকেল ৫ টার সময় পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।