নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেড় হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে 'এসএডব্লিউএবি ছওয়াব বাংলাদেশ' নামক একটি সংস্থা।
ইএমআইএন'র অর্থায়নে ঈদ-উল-আযহার ২য় দিন উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে 'এসএডব্লিউএবি ছওয়াব বাংলাদেশ'-এর পরিচালনায় ৩০টি গরু কোরবানি শেষে দেড় হাজার পরিবারের হাতে মাংস হস্তান্তর করে দেওয়া হয়।
এসময় তুরস্ক থেকে আগত সংস্থাটির প্রতিনিধি ড. ওমর, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের নেতা ও এসএডব্লিউএবির ডেপুটি ম্যানেজার খোরশেদ আলম, সহকারী ম্যানেজার সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক প্রতিনিধি মোঃ মোকাদ্দেস হোসেন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোরবানির মাংস পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলো। তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় এমন উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সুধীসমাজও সংস্থাটির নেতৃবৃন্দের বেশ প্রশংসা করছেন।
এব্যাপারে সংস্থাটির স্বেচ্ছাসেবক প্রতিনিধি মোকাদ্দেস হোসেন জানান, আমরা দেড় হাজার পরিবারের তালিকা করেছি। এছাড়া বরাদ্দকৃত অর্থ দিয়ে ৩০টি গরু কোরবানি করা হয়েছে। প্রতিটি পরিবারকে আগেই কার্ড দেওয়া হয়েছিল। প্রতিটি কার্ড দেখে দেখে কার্ডপ্রতি দেড় কেজি করে মাংস বিতরণ করা হয়েছে। আগামীতে এমন উদ্যোগ আরও বড় পরিসরে গ্রহণ করা হবে।