২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এসওডির আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে নীলফামারীর ডোমারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০শে জুন) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম-সচিব আব্দুল্লাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি।
এসময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (ত্রাণ ও পুনর্বাসন) বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম রব্বানী বুলবুল প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।