শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবা বিষয়ে মতবিনিময় সভা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফ্রেন্ডশিপ হাসপাতালের আয়োজনে নিজস্ব হল রুমে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সেবা বিষয়ে বিশিষ্ট জনের
সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন জনিত কারণে উপকুলের নারীদের চর্ম রোগ, মাসিকের সমস্যা, বাল্যবিবাহ,বাড়ছে। বক্তরা বক্তব্যে ফ্রেন্ডশিপ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সংখ্যা বৃদ্ধি, পরীক্ষার খরচ কমানো, প্রচার বৃদ্ধির কথা
সহ অন্যান্য বিষয়ে বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ।
ফ্রেন্ডশিপ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মিসেস তানজিনা শারমিনের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ হাসপাতালের স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ কাজী গোলাম রসুল, ফ্রেন্ডশিপ
হাসপাতাল শ্যামনগরের পরিচালক লেঃ কর্ণেল (অবসরপ্রাপ্ত)ডাঃ মোঃ মোজাহেদুল হক,ফ্রেন্ডশিপ হাসপাতালের ডাঃ মোছাঃ উম্মে কুলসুম,শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জি এম নাজমুল হুদা,শ্যামনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডাঃ কে এম মঈনুল ইসলাম, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড,আব্দুল মান্নান, সাংবাদিক রনজিৎ বর্মন,এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান,শ্যামনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী,সুশীলন প্রতিনিধি সমর সিংহ প্রমুখ।
ছবি-শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে জলবায়ু পরিবর্তন ও সাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ।