শ্যামনগরে হরিনাগাড়ী ও বাইনতলা খাল উন্মুক্ত করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় সোমবার (৮জুলাই) সকালে দখলদারদের কবল থেকে হরিনাগাড়ী ও বাইনতলা খাল উন্মুক্ত করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ জানান, দীর্ঘদিন যাবত উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী ও বাইনতলা খাল দুটি দখলদারদের দখলে একটা অংশ ছিল। দুটি খালের মধ্যবর্তী স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করা হত। খাল দুটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধ উঠিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তিনি বলেন অনুমান দুই কিলোমিটার খাল দখলদাররা দখলে রেখে ছিল।
খাল উন্মুক্ত করণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, নুরনগর ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রনজিৎ মন্ডল,এলাকাবাসী প্রমুখ।
স্থানীয়বাসিন্দারা জানান খাল উন্মুক্ত করণের ফলে এলাকায় কৃষকরা কৃষি ফসল উৎপাদনে খালের পানি ব্যবহার করে উপকৃত হবেন। একই সাথে দেশিয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি সহ সংরক্ষণ হবে। কৃষকবৃন্দ, কৃষিবিদ ও পরিবেশপ্রেমিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ছবি- শ্যামনগর নুরনগরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ খাল উন্মুক্ত করণ করছেন।
১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫ ঘন্টা ৩ মিনিট আগে
১৫ ঘন্টা ২৫ মিনিট আগে