'বাল্যবিবাহ রুখবো, আগামীর সম্ভাবনা গড়বো'–প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক সংগঠন 'অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন' (এসিএমও)-এর নতুন শাখা নীলফামারী জেলার পরিচালকের দায়িত্ব পেলেন শিশু সংগঠক মাহমুদ হাচান।
মঙ্গলবার (৯ই জুলাই) অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের কেন্দ্রীয় সহকারী পরিচালক শফিউর রহমান নতুন শাখা স্থাপন ও পরিচালকের দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনটির নীলফামারী জেলা শাখার পরিচালকের দায়িত্ব মাহমুদ হাচানকে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
মাহমুদ হাচান নীলফামারীর ডোমার পৌরসভার বাসিন্দা। তিনি বিডি নিউজ ২৪ ডট কম ও দৈনিক প্রতিদিনের কাগজের শিশু সাংবাদিক হিসেবে কাজ করছেন। বিভিন্ন সংগঠনের শিশু সংগঠক হিসেবে এর আগেও সফলতার সাথ দায়িত্ব পালন করেছেন মাহমুদ।
সংগঠনটির কেন্দ্রীয় সহকারী পরিচালক শফিউর রহমান জানান, মাহমুদ হাচান শিশু সংগঠক হিসেবে দায়িত্ব পালনে পটু। তিনি সংগঠনের জন্য ভালো কিছু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এবিষয়ে মাহমুদ হাচান বলেন, আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক সংগঠনের দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত। সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বাল্যবিবাহ প্রতিরোধে শিশুদের সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করে যাব।