চলমান সরকারি সকল চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। বুধবার (১০ জুলাই) রাজশাহীর চৌদ্দপায় বাইপাস মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
এর আগে দুপুর ১২টায় ‘কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন’, রাবির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়ক অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা। সোয়া বারোটার দিকে মিছিলসহ এসে রাবি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন রুয়েটের অর্ধ শতাধিক শিক্ষার্থী। বেলা সাড়ে বারোটার দিকে মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে চৌদ্দপায় বাইপাস মোড়ের দিকে রওনা হন তারা। এসময় তারা "কোটা না মেধা, মেধা মেধা" "একাত্তরের হাতিয়ার,গর্জে ওঠো আরেকবার" "বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই" এসমস্ত স্লোগান দিতে থাকেন। এছাড়াও বিভিন্ন গান ও কবিতার সুরে সুরে আন্দোলন মুখরিত রাখেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন হাজারো শিক্ষার্থী। কারো কারো মাথায় স্লোগান লেখা ফিতা ও জাতীয় পতাকা বাঁধা, কারো হাতে পতাকা। ছাত্র-ছাত্রী নির্বিশেষে সবাই একসাথে দিয়েছেন। বেলা সাড়ে বারোটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ শেষে ক্যাম্পাসে ফিরে আসেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সারা দেশের মত কোটা সংস্কারের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করে আসছেন রাবি শিক্ষার্থীরা। শুরুতে চারটি দাবি নিয়ে আন্দোলন করে থাকলেও বর্তমানে তারা একদাবি নিয়ে আন্দোলন করছেন।
১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১১ ঘন্টা ২১ মিনিট আগে
১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১১ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮ ঘন্টা ৩ মিনিট আগে