আশাশুনি উপজেলার তেঁতুলিয়া ব্রিজের পাশে মেইন সড়কের
পশ্চিম পাশে ও ফকরাবাদ মোটর সাইকেল গ্যারেজের সামনে সরকারি খাস জমি অবৈধ
দখল করে দোকানঘর নির্মাণ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার
বিকালে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ঘটনাস্থানে গিয়ে তিন দিনের
মধ্যে ঘর অপসারণের নির্দেশ দিয়েছেন। এছাড়া তিন দিনের মধ্যে ঘর অপসারণ না
করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে বলে তিনি জানান। এছাড়া বড়দল
ইউনিয়নের পাঁচপোতা রাস্তার কাজে অবৈধ বালি উত্তোলনের খবর পেয়ে তিনি
ঘটনাস্থলে যান। কাউকে না পেয়ে পার্শ্ববর্তী লোকজনদের বলে আসেন কেউ যদি
বালু উত্তোলন করে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবেন। আমি তাৎক্ষণিক
ব্যবস্থা গ্রহণ করব। এসময় সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, অফিস সহকারী
মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্য তার সাথে ছিলেন। উল্লেখ্য, ফকরাবাদ
গ্রামের মৃত পচু গাজীর ছেলে রাজ্জাক গাজী, মৃত সুবাহান গাইনের ছেলে জাহিদ
গাইন খাস জমি অবৈধ দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন। তাছাড়া এলাকার যুবক
ছেলেরা ক্লাব নির্মাণ করবে বলে প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্থানীয়রা অভিযোগ
করেন।