তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের দিন (গত ৫ আগস্ট) প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে জয়পুরহাটের বিজলি ফিড মিল লিমিটেড ও কিষাণ পোল্ট্রি এন্ড হেচারি কমপ্লেক্স ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
০৫ আগস্ট রাত ৮ টা থেকে ১০ পর্যন্ত ২০-২৫ জন সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর করে ,লুটপাট চালায় এবং পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোক করে দুইটি গুদাম এ সংরক্ষিত কাচামাল পুড়িয়ে দেয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: আমানউল্লাহ বলেন, একদল অস্ত্রধারী দুর্বৃত্তরা প্রথমে কিষাণ হেচারি তে আক্রমন করে ২২টি ইনকিউবেটর মেশিন ভেঙে ৮০ হাজারের মতো বাচ্চা ফুটানো ডিম্ ভেঙে ফেলে। ১দিন বয়সের সোনালি মুরগির ৯৮০০ বাচ্চা লুটপাট করে। স্পেয়ার মটর সহ অনেক মালামাল লুট করে। এর পরে অফিস ভাংচুর করে এবং অনেক পার্টস এবং হেচারি জন্তাংশ আগুন লাগিয়ে দেয় এর পরে এই দুর্বৃত্তের দলটি আমাদের অন্য প্রতিষ্টান বিজলী ফিড মিল এ আক্রমণ করে। ব্রয়লার রুম এবং কম্প্রেসার রুমে আগুন দেওয়ার কারনে উৎপাদিত গুদামের অসংখ্য মুরগি এবং গবাদি খাদ্য পুরে গেছে। অফিস বিল্ডিং এ আগুন দিলে ল্যাব ভবন ও পুরো অফিসসহ গুড়ত্বপুর্ণ নথি পুড়ে গেছে।লুটপাট করা হয়েছে ১১টি স্পেয়ার মটর, স্পেয়ার পার্টস, ভুট্টা , সয়াবিন, পাম তেল সহ অনেক কাচামাল, কিষাণ হ্যাঁছারির ২২টি মেশিন ভেঙে ফেলাসহ ব্যাপক লুটপাট চালানো হয়। ফলে পুরো ফ্যাক্টরীর উৎপাদন বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো রকম আইনি সহায়তা পাওয়া সম্ভব হয়নি এবং আমরা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। সব মিলিয়ে দেড় কোটি টাকার মতো ক্ষতি ও লুটপাট হয়েছে।
৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ২০ মিনিট আগে
৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ ঘন্টা ১৭ মিনিট আগে