পিরোজপুর জেলার যুবদল নেতা মাসুদ শেখ এর বিরূদ্ধে বালুর ড্রেজার আটকিয়ে চাঁদা দাবির অভিযোগ। অভিযোগকারী মোহাম্মদ আলামিন হোসেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা।
তিনি অভিযোগ করেন বলেশ্বর নদীতে থাকা বালুর ড্রেজার ডুবিয়ে রেখে এবং আট হাজার ফুট পাইপ আটকে রেখে মাসুদ শেখ নামে যুবদল নেতা ১০ লক্ষ টাকা চাদা দাবি করেছেন তার কাছে থেকে।
বালু ব্যাবসায়ী মো: আলামিন হোসেন নিজের স্বাভাবিক জীবন যাপন সাথে বালুর পাইপ ও ড্রেজার ফিরে পেতে লিখিত আকারে পিরোজপুর জেলা বিএনপি বরাবর ও কেন্দ্রীয় যুবদল বরাবার অভিযোগ করেছেন।