শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তায় দীর্ঘদিন ধরে চলে আসা যানজট নিরসন করেছেন, উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা দেশের বর্তমান পরিস্থিতিতে ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
গত কয়েকদিন ধরে উপজেলা শহরের মেইন রোড, থানা রোড এলাকায় ট্র্যাফিকের দায়িত্ব পালন করেছেন। তারা বাজার তদারকি করতে বাজার মনিটরিং করছেন এবং বাজারের বিভিন্ন রাস্তা ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। ১৩ আগস্ট মঙ্গলবার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি পুকুর দীর্ঘদিনের অযত্নে নর্দমায় রূপ নেওয়া পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। শিক্ষার্থীরা জানান, সকলেই এক যোগে সমান তালে কাজ করছেন, এখানে সবাই সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
তবে সামনে আরো অনেক দায়িত্ব আসতে পারে তারা সব কিছু সুন্দর ভাবে পালন করতে প্রস্তুত। ইতিমধ্যেই শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মাঝে গাছের চারা উপহার দেন।
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ ঘন্টা ৩ মিনিট আগে
২১ ঘন্টা ২০ মিনিট আগে
২২ ঘন্টা ৩৫ মিনিট আগে