নীলফামারীর ডোমারে আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুধী সমাজের অংশগ্রহণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই আগস্ট) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় সেনাবাহিনীর নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সেনাবাহিনীর সিনিয়র ওয়্যার অফিসার এইচএম আলী হোসেইন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম (কালু), সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার মোঃ আহমাদুল হক প্রামাণিক (মানিক), সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম প্রমুখ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ।
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ ঘন্টা ১ মিনিট আগে
১৯ ঘন্টা ১২ মিনিট আগে
১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে