প্রার্থনা
রেজাউল করিম(সাকিব)
ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়
ওগো দয়াময়।
যেন করে,
মুয়াজ্জিনের মধুর সুরে আযান শুনতে পাই।
ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়,
ওগো দয়াময়।
রাত থেকে দিনের আগমনে,
মুয়াজ্জিনের মধুর সুরে আযান শুনে,
আমার অন্ধকার হৃদয় যেন আলোর দিশা পায়।
ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়,
ওগো দয়াময়,
তোমার উপাসনায় আমার শূন্য মন পূর্ণ হবে,
পাখিরা কিচিরমিচির করে গাইবে
তোমারি গান
ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়,
ওগো দয়াময়।
পূর্ব আকাশে সূর্য্য উঠে সবুজ স্যমল মাঠে
তোমার সৃষ্টির মুগ্ধতায় প্রাণ জুড়াবে
ফজরের আযানের আগে,
জাগিয়ে দিয়ো আমায়,
ওগো দয়াময়।
এই প্রার্থনা কবুল করো,
ওগো দয়াময়।
১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ ঘন্টা ৫০ মিনিট আগে