নেত্রকোনা বন্যার্তদের সহসায়তার জন্য শিক্ষার্থীদের অর্থ সংগ্রহ
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি,
নেত্রকোনা জেলায় বন্যার্তদের সহায়তার জন্য শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করেছে। জেলার মৌলভী নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিন ভর এ কার্যক্রম চালিয়ে পরিচালনা করছে। তাদের বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাড়িয়ে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষকে বন্যার্তদের সহায়তার জন্য বিনয়ের সাথে আহবান জানাচ্ছেন।
তাদের এ উদ্যোগে পথচারী সহ অটো ,সিএনজি, রিক্সার যাত্রী এবং এলাকার সকল শ্রেণীর মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। মৌলভী নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোবারক হোসেন জানান প্রতিদিন প্রায় ৫ হাজার টাকা সংগ্রহ করেছেন। তাদের এ সংগৃহিত অর্থ জেলার মাধম্যে বন্যা দূর্গত এলাকার বন্যার্তদের মাঝে বিতরন করা হবে। তিনি আরো বলেন দূর্যোগের সময় অসহায় মানুষদের পাশে দাড়াতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে হচ্ছে। মোবারক হোসেন তার সহপাটিদের নিয়ে এ কার্যক্রম করে যাচ্ছেন।
শুধু মৌলভী নগরের মোবারক হোসেনই নয় সারা দেশে ছাত্র সমাজ বন্যার্তদের সহায়তার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। ছাত্র সমাজের এ মহতি উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন অনেকে। বাংলাদেশের ছাত্র সমাজ দেশের দূর্যোগ কালিন সময়ে যেভাবে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন এ ধারা অব্যাহত থাকলে দেশের যে কোন সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে। আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না
৭ ঘন্টা ১ মিনিট আগে
১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ ঘন্টা ২২ মিনিট আগে
১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে