সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই সেপ্টেম্বর) বিকালের উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।
তিনি বলেন, 'গত ১৭ বছর যাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছিল। জেল-জুলুম, মামলা-হামলা সহ অনেক হুমকি-ধমকি থাকা সত্ত্বেও বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী দল ছাড়েননি। কারণ, বিএনপির নেতা-কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই, তিনি আপোষহীন নেত্রী। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত।'
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে নৃশংসভাবে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ প্রধান দেশ ছেড়ে ছাড়লেও, তার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এসবের বিচার করতে হবে। সামনে নির্বাচনের চ্যালেঞ্জ আছে। যুবদলের প্রত্যেক নেতা-কর্মীকে আরও বেশি সক্রিয় হয়ে দলের জন্য কাজ করতে হবে।'
সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ লিপন ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ডোমার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত বক্তব্য রাখেন।
জাতীয়তাবাদী যুবদলের উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও সদর ইউনিয়নের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক)-এর সঞ্চালনায় এসময় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান (আশিক) প্রমুখ সহ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।