ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

কোথায় নেই অনিয়মের ছোঁয়া পীরগাছার ত্রিপুর আজিজ আহমেদ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কোথায় নেই অনিয়ম ও দুর্নীতির ছোঁয়া রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের ত্রিপুর আজিজ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগমের। তিনি যোগদানের পর থেকে কর্তব্যের অবহেলার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কমতে শুরু করেছে। ওই স্কুলে প্রধান শিক্ষকসহ পাঁচজন মহিলা শিক্ষক রয়েছেন। তবে গতকাল রোববার দুপুরে স্কুলে গিয়ে দেখা যায়, পাঁচজন শিক্ষকের মধ্যে তিনজন উপস্থিত আছেন। বাকি দুইজন অনুপস্থিতির কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, সহকারী শিক্ষক শাহিদা বেগম জমি কিনতে গেছে আরেকজন তার বাবা অসুস্থ হওয়ায় চলে গেছেন।  

তারা যে যার মতো করে স্কুলে যায় আসে। মুক্তিযোদ্ধার স্ত্রী হওয়ায় প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগম কাউকে তোয়াক্কা করেন না। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দেন স্কুলের জমিদাতা পরিবারের সদস্য জিএম ফিরোজ আহমেদ।

তিনি তার অভিযোগে উল্লেখ করেন, একমাস পূর্বে স্কুলের টয়লেট ভেঙে ইট, রড ও দুটি স্টিলের দরজা রাতের আঁধারে লোক মারফত বিক্রি করে দেন। দুই লক্ষ টাকার মধ্যে নামমাত্র স্কুলের রঙ করে বাকি টাকা আত্মসাত করেন প্রধান শিক্ষক। তিনি ঠিকমতো স্কুলে আসেন না ফলে বিদ্যালয়টি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এবিষয়ে কেউ কিছু বলতে গেলে মামলা দেওয়ার হুমকি দেন তিনি। প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগম ২০১৮ সালে যোগদানের সময় ১১০জন শিক্ষার্থী ছিলেন কিন্তু বর্তমানে ওই স্কুলে মাত্র ৭৩জন শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে উপস্থিত থাকে হাতেগোনা কয়েকজন। শুধু কি তাই! হাজিরা খাতায় ঠিকমতো শিক্ষার্থীদের এন্ট্রি নেই।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগম বলেন, আমি এব্যাপারে কিছু জানিনা তবে স্কুলের সাবেক সভাপতি আলমগীর হোসেন সব জানেন। ত্রিপুর আজিজ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শরীফ সুন্দর হাইস্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেনকে এবিষয়ে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

স্কুলের ইট ক্রেতা খাজা ফরিদ উদ্দিন সাড়ে সাতশো ইট কেনার কথা স্বীকার করেন। 

দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন জানান, এবিষয়ে একটি অভিযোগ হয়েছে। অচিরেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।