সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব 'শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা' উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে হিন্দু সংগঠনের নেতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ই সেপ্টেম্বর) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী।
পুজা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উজ্জ্বল কানজিলালের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, জামায়াতে ইসলামীর জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আমির খন্দকার আহমাদুল হক মানিক, সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া পূজা পরিচালনা কমিটির উপদেষ্টা শেখর চন্দ্র সাহা, নিখিল সাহা, অমিত দাস নয়ন, সমন্বয়ক গৌরাঙ্গ কুমার রায়, জয়ন্ত রায়, হরিপদ রায়, বিপ্লব কুমার অধিকারী খোকন, বকুল কুমার প্রমূখ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
সভায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বিঘ্নে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন আলাপ-আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, এবার ডোমার উপজেলায় ১০৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।