মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে বিশ্বাস। বিশ্বাস এমন একটা জিনিস কখনো কখনো আমরা নিজের কাছের আপন রক্তের মানুষকে করতে পারিনা আর কখনো কখনো দূরের মানুষ কেও না। আবার কখনো এমন হয় যে চিনিনা জানিনা দূরের কেউ তাকে আমরা অনায়াসে বিশ্বাস করে ফেলি। কিন্তু এই বিশ্বাসের দাম কি আমাদের সবাই দিতে পারে সবাইকে বিশ্বাসটা ধরে রাখতে পারে পারেনা। আসলে আমরা মানুষ সামাজিক জীব খুবই অদ্ভুত আমি আপনি সবাই। আমরা ধরেই কাউকে বিশ্বাস করি না আবার খুব সহজেই কাউকে বিশ্বাস করে ফেলি। আমরা লোকেদের থেকেই বিশ্বাসঘাতকতা টা বেশি পাই। আবার দেখবেন খুব দূরের কেউ খুব সুন্দর করে যত্ন করে ধরে রাখতে জানে। এটাই তো জীবনবোধের খেলা আমাদের।
বিশ্বাসের মতো দামি জিনিস কে সবাই আঁকড়ে ধরে রাখতে পারে না আসলে বিশ্বাস যদি একবার কেউ ভাঙে আমরা দ্বিতীয়বার তাকে কখনোই বিশ্বাস করতে পারিনা বিশ্বাস এমন একটা দামি জিনিস।সমাজের সবচেয়ে বিষাক্ত প্রাণী কিন্তু আমরা মানুষ।
বিশ্বাসটাকে আঁকড়ে ধরে রাখতে শিখুন বিশ্বাস ভঙ্গ করবেন না কখনো একবার যদি আপনি কারো বিশ্বাস ভঙ্গ করেন আপনি এপার ওপার তার মন থেকে উঠে যাবেন। কারো মন থেকে উঠে গেলে প্রতিদান যে কত ভয়াবহ হয় না করতে পারবেন না সে অভিশাপ দেওয়া লাগেনা। আল্লাহ থেকে প্রদত্ত অভিশাপ এমনিতেই লেগে যায়।
৪ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৯ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে