শান্তি- সম্প্রীতির উলিপুর গড়ে তোলার লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা ২৬ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার উলিপুর বণিক সমিতি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
পিস ফ্যাসিলিটেটর গ্রুপের রংপুর বিভাগের সমন্বয়কারী রাজেশ দে, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির মানব সম্পদ সমন্বয়কারী জুলফিকার আলি, যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, হিন্দু মহাজোটের সপন কুমার সাহা, আব্দুল্লাহ আল নাহিয়ান, পিএফজি উলিপুর শাখার আম্বাসেডর মহসিন আলী প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে, সকলকে মিলেমিশে থেকে শান্তি সম্প্রতিতে সবাই বসবাস করার আহ্বান জানান।#