শেরপুরের ঝিনাইগাতীতে মহারশী নদীর ডাকাবর ও কুশাইকুড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি স্থানে ১টি শ্যালো মেশিনসহ বালু উত্তোলনের ৩০০ ফিট পাইপ ধ্বংস করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে মহারশী নদী থেকে শ্যালো মেশিন দ্বারা বালু উত্তোলন করে আসছে। এতে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে এবং নদীর তীর ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১ ঘন্টা ৪ মিনিট আগে
১ ঘন্টা ৫ মিনিট আগে
১ ঘন্টা ৬ মিনিট আগে
১ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ২০ মিনিট আগে