নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের উদ্যোগে তেল্লারঘাট এলাকার পূর্ব পাশের ৯নং ওয়ার্ড থেকে পশ্চিম পাশের ৮নং ওয়ার্ড পর্যন্ত বাঁধ নির্মাণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার সকাল ৯টায়।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট ভারী বর্ষণ ও পানির তীব্র চাপে মুছাপুর রেগুলেটরটি ভেঙ্গে যায়। ফলে এলাকায় ভয়াবহ নদী ভাঙনের সৃষ্টি হয়। এতে বহু মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদি পশুর খামার, এবং মৎস্য খামার নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
নদী ভাঙনের কারণে ৩নং চরহাজারী ইউনিয়নের ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে চরম ব্যাঘাত ঘটে। নদী ভাঙন রোধে এলাকাবাসী স্থানীয় প্রবাসীদের সহায়তায় বল্লী ও জিওব্যাগ ব্যবহার করে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। এলজিইডির সহায়তায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ হারুনুর রশিদ বলেন, “স্কুলের ছাত্র-ছাত্রী এবং ৯নং ওয়ার্ডের জনগণের চলাচলের সুবিধার্থে এ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২ লক্ষ টাকা সহায়তার আশ্বাস দেওয়ায় প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় কাজ শুরু করেছি। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরহাজারী বিএনপির সভাপতি নুর নবী বাবুল, ৮নং ওয়ার্ডের মেম্বার মিলন, উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, মিজানুর রহমান, সায়েদুর রহমান, নুরুল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ ঘন্টা ৭ মিনিট আগে
১০ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৮ ঘন্টা ২৩ মিনিট আগে