কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকাল১১ টায় উলিপুর থানার আয়োজনে স্টেডিয়াম মাঠে ব্রিফিং প্যারেডে অনুষ্ঠিত হয়।
এসআই আনিসুর রহমান আনিসের সঞ্চালচনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, এস আই আজাহারুল ইসলাম, আনসার ও ভিডিপি'র উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।
ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও আনসার সদস্যগণকে দায়িত্ব দেয়া হয় শারদীয় দুর্গাপূজা নিরাপত্তার সাথে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে।