নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলার ১৩টি মন্দিরে ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা অনুদান দিলেন বেগম হাসনা জসীম উদ্দিন মওদুদ।
মঙ্গলবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর নিজ বাড়িতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময়কালে সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ বলেন, আমি আপনাদের সকলকে চিনি। আপনারা সবাই ব্যারিস্টার মওদুদ আহম্মেদের বন্ধু আমার ভাই। আমি আজ আপনাদের খোঁজ খবর জানতে চাই আপনারা কেমন আছেন। আপনাদের কোন সমস্যা হলে আমাকে জানাবেন। পরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ, খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ বাবুর হাতে ১৩টি মন্দিরের জন্য নগদ ৫হাজার টাকা করে ৬৫হাজার টাকা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও চৌধুরীহাট ডিগ্রী কলেজের গর্ভনিং বোর্ডের সভাপতি মাহমুদুর রহমান রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমান পাবেল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বয়ক হোসেন মোঃ এরশাদ, সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈকত, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক অর্জুন কুমার দাস ও যুগ্ম সম্পাদক অসীম মজুমদার প্রমুখ।