প্রকাশের সময়: 10-10-2024 06:13:05 am
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে গভীর রাতে মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ছাত্র হল থেকে শুরু হওয়া এই মিছিলটি প্রধান ফটকে এসে শেষ হয়। শিক্ষার্থীরা পূজার ছুটির আগেই উপাচার্য নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এবং দ্রুত ভিসি নিয়োগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে শিক্ষার্থীদের স্লোগানগুলো ছিল: “আর নয় বিজ্ঞাপন, চাই দ্রুত প্রজ্ঞাপন,” “শিক্ষার্থীদের লক্ষ্য— দক্ষ ভিসি,” “ঢাবি-রাবি সবাই পেল, জামালপুর কেন পিছিয়ে গেল,” “এক দফা, এক দাবি— দ্রুত প্রজ্ঞাপন জারি,” এবং “ঢাবি-রাবি স্বর্গে, জামালপুর কেন মর্গে?”
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ❝আমরা অনেকদিন ধরে ভিসি নিয়োগের দাবি জানিয়ে আসছি, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না। বিভিন্ন সূত্রে জানতে পেরেছিলাম যে পূজার ছুটির আগেই ভিসি নিয়োগ হবে, কিন্তু ছুটি শুরু হলেও এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা মেলেনি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার ঘাটতিও স্পষ্ট হচ্ছে, যা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই আমরা রাত ২টার সময় মিছিল বের করেছি। আমাদের একটাই দাবি— দ্রুত ভিসি নিয়োগ চাই।❞
৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১১ ঘন্টা ২০ মিনিট আগে
১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ ঘন্টা ১ মিনিট আগে
১৪ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৬ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ৪৪ মিনিট আগে