সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেয়া স্বর্ণের মুকুট চুরির ঘটনায় মামলা হয়েছে। মন্দিরের সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে মামলা করেছেন। তবে মামলায় কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি বলে নিশ্চিত করেছেন শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) তাইজুল ইসলাম
শনিবার (১২ অক্টোবর) মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সকালে ওই মন্দির পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মুকুট উদ্ধারের নির্দেশ দিয়েছেন। এছাড়া মুকুট চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেয়ার ঘোষণা করা হয়েছে। স্বর্ণের মুকুটটি যেন বিক্রয় অথবা কোনো স্বর্ণের দোকানে গলানো বা ধরন পরিবর্তন করতে না পারে, সে জন্য দোকানগুলোয় বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
২৫ মিনিট আগে
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ২৯ মিনিট আগে