চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

যাত্রা শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের

বামে ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম ও ডানে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ©সংগৃহীত


'উদ্ভাবনী মননে গড়ি স্বপ্নের বাস্তবতা' স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাত্রা শুরু করেছে 'রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা অ্যাসোসিয়েশন' (RUEA)।

 

শনিবার (১২ আগস্ট) ক্লাবের উপদেষ্টা ড. এ কে এম মাহমুদুল হক, ড. ফরিদ উদ্দিন ও ড. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ সদস্যবিশিষ্ট নব্য ক্লাবের এ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হ-সভাপতি মুহম্মদ নুরন্নবী রিমন, মোঃ আবু রাকেশ জয় এবং মাস্তুরা বিনতে মাহমুদা মোহনা।যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ , মোঃ মামুনুর রশিদ , মোঃ নাদিম হোসেন। 

সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের হাসিব জাওয়াদ। গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আহমেদ।প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিব রায়হান। প্রচার সম্পাদক ফারহান উদ্দীন। ইভেন্ট অর্গানাইজার সম্পাদক নাইম আলম।যোগাযোগ বিষয়ক সম্পাদক মোকাররমা কাওসার। অর্থ বিষয়ক সম্পাদক মো:লাবু হোসেন। দপ্তর সম্পাদক সাজিদ বিন সাইফ। আইটি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন। নির্বাহী সদস্য জায়িদ হাসান জোহা, সাব্বির আহমেদ এবং তালহা। এবং স্থায়ী পরিষদে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে মনোনীত হন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সরোয়ার জাহান সজিব।

উক্ত ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, মোঃ আমিরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, ফোকলোর বিভাগ ও ছাত্র-উপদেষ্টা রাবি ) , ড. এ. কে. এম মাহামুদুল হক টুটুল (অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং ড. ফরিদ উদ্দিন খান (অধ্যাপক, অর্থনীতি বিভাগ)।

উক্ত ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম বলেন, RUEA এর প্রধান লক্ষ্য হলো একটি উন্নত উদ্যোক্তা সংগঠন গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণাগুলোর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের বেকারত্ব লাঘবে কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনটি সদস্যদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা বিকাশে কাজ করবে, যেন তারা প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। 

ক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বলেন, আমাদের এই ক্লাবের উদ্দেশ্য হলো শিক্ষা ও প্রশিক্ষণ, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, উদ্ভাবনী প্রকল্প ও প্রতিযোগিতা, পরামর্শ ও সহযোগিতা, ফান্ডিং ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সহযোগিতা, বিনিয়োগকারী ও উদ্যোক্তার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি আহ্বায়ক কমিটি গঠন হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন আরিফুল ইসলাম (ফার্মেসি ২০১৮-১৯) এবং সদস্য সচিব ছিলেন রাকিবুল ইসলাম (এম.এস.ই ২০২০-২১)। নির্বাহী সদস্য ছিলেন সরোয়ার জাহান সজিব (জি.ই.বি ২০১৬-১৭), মাসতুরা বিনতে মাহমুদ মোহনা (এ.আই.এস ২০১৯-২০), মো: আবু রাকেশ জয় (ফোকলোর ২০১৯-২০), আসাদুল্লাহ আহমেদ (পলিটিকাল সাইন্স ২০১৯-২০), হাসিব জাওয়াদ (গণিত ২০২১-২২), মোকাররমা কাউসার (অর্থনীতি ২০২১-২২), মো: সাজিদ বিন সাইফ (জি.ই.এস ২০২২-২৩)। 

উক্ত আহ্বায়ক কমিটির প্রধান কাজ ছিল গঠনতন্ত্র প্রনয়ন , প্রথমিক উপদেষ্টা পরিষদ এবং কার্যকারী কমিটি দেওয়া, সেই ভিত্তিতেই শনিবার (১২ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়।

এসএইচ/ডিসি

আরও খবর