লালপুরে জমি দখল করাকে কেন্দ্র করে, আহত ১০ পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, ৪ সেনা নিহত রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা সুশৃঙ্খল পরিবেশে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কুবির ‘বি’ ইউনিটে উপস্থিতি ৭০ শতাংশ কুবির ভর্তি পরীক্ষাকালীন ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কিশোর গ্যাংয়ের শোডাউন, আটক ৩ উখিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্রিয়াশীল বহুমাত্রিক সংগঠনের সমন্বয়ে এলায়েন্স গঠন। ধামরাইয়ে সেলফি পরিবহনের বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে মৃৎ শিল্পী,অভাব তাদের নিত্যসঙ্গী। ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অপহরণ মামলার দুই ঘন্টা পর আসামী গ্রেফতার আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না, ইকবাল হাসান মাহমুদ টুকু ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কুবি ছাত্রদল সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ল উৎসব ভাতা নোয়াখালীতে ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ জমে উঠেছে ঐতিহ্যবাহী অন্নদানগর গরু-ছাগলের হাট ঝিনাইদহে যাত্রীবাহী ট্রেন থেকে কোটি টাকার হিরোইন উদ্ধার করল (বিজিবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে কুবি বিএনসিসি ক্ষেতলালে খাদ্য পরিদর্শককে দুই দিন আটকে রেখে দেনদরবার

যাত্রা শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের

বামে ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম ও ডানে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ©সংগৃহীত


'উদ্ভাবনী মননে গড়ি স্বপ্নের বাস্তবতা' স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাত্রা শুরু করেছে 'রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা অ্যাসোসিয়েশন' (RUEA)।

 

শনিবার (১২ আগস্ট) ক্লাবের উপদেষ্টা ড. এ কে এম মাহমুদুল হক, ড. ফরিদ উদ্দিন ও ড. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ সদস্যবিশিষ্ট নব্য ক্লাবের এ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হ-সভাপতি মুহম্মদ নুরন্নবী রিমন, মোঃ আবু রাকেশ জয় এবং মাস্তুরা বিনতে মাহমুদা মোহনা।যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ , মোঃ মামুনুর রশিদ , মোঃ নাদিম হোসেন। 

সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের হাসিব জাওয়াদ। গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আহমেদ।প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিব রায়হান। প্রচার সম্পাদক ফারহান উদ্দীন। ইভেন্ট অর্গানাইজার সম্পাদক নাইম আলম।যোগাযোগ বিষয়ক সম্পাদক মোকাররমা কাওসার। অর্থ বিষয়ক সম্পাদক মো:লাবু হোসেন। দপ্তর সম্পাদক সাজিদ বিন সাইফ। আইটি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন। নির্বাহী সদস্য জায়িদ হাসান জোহা, সাব্বির আহমেদ এবং তালহা। এবং স্থায়ী পরিষদে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে মনোনীত হন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সরোয়ার জাহান সজিব।

উক্ত ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, মোঃ আমিরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, ফোকলোর বিভাগ ও ছাত্র-উপদেষ্টা রাবি ) , ড. এ. কে. এম মাহামুদুল হক টুটুল (অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং ড. ফরিদ উদ্দিন খান (অধ্যাপক, অর্থনীতি বিভাগ)।

উক্ত ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম বলেন, RUEA এর প্রধান লক্ষ্য হলো একটি উন্নত উদ্যোক্তা সংগঠন গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণাগুলোর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের বেকারত্ব লাঘবে কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনটি সদস্যদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা বিকাশে কাজ করবে, যেন তারা প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। 

ক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বলেন, আমাদের এই ক্লাবের উদ্দেশ্য হলো শিক্ষা ও প্রশিক্ষণ, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, উদ্ভাবনী প্রকল্প ও প্রতিযোগিতা, পরামর্শ ও সহযোগিতা, ফান্ডিং ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সহযোগিতা, বিনিয়োগকারী ও উদ্যোক্তার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি আহ্বায়ক কমিটি গঠন হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন আরিফুল ইসলাম (ফার্মেসি ২০১৮-১৯) এবং সদস্য সচিব ছিলেন রাকিবুল ইসলাম (এম.এস.ই ২০২০-২১)। নির্বাহী সদস্য ছিলেন সরোয়ার জাহান সজিব (জি.ই.বি ২০১৬-১৭), মাসতুরা বিনতে মাহমুদ মোহনা (এ.আই.এস ২০১৯-২০), মো: আবু রাকেশ জয় (ফোকলোর ২০১৯-২০), আসাদুল্লাহ আহমেদ (পলিটিকাল সাইন্স ২০১৯-২০), হাসিব জাওয়াদ (গণিত ২০২১-২২), মোকাররমা কাউসার (অর্থনীতি ২০২১-২২), মো: সাজিদ বিন সাইফ (জি.ই.এস ২০২২-২৩)। 

উক্ত আহ্বায়ক কমিটির প্রধান কাজ ছিল গঠনতন্ত্র প্রনয়ন , প্রথমিক উপদেষ্টা পরিষদ এবং কার্যকারী কমিটি দেওয়া, সেই ভিত্তিতেই শনিবার (১২ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়।

এসএইচ/ডিসি

আরও খবর







deshchitro-680a6af9bac1a-240425104649.webp
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

১ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে