নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোল্লারটেক মসজিদ প্রাঙ্গণে মোল্লারটেক ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে আজ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী সমাজকল্যাণ ও শিক্ষামূলক কার্যক্রম নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।
মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌর জামাতের আমির আমীর মোশাররফ হোসাইন। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, মাওলানা আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান, প্রফেসর আইয়ুব আলী, এবং আব্দুল আল মামুন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আব্দুল আউয়াল,কুরআন তেলাওয়াত করেন হাফেজ আশ্রাফুল ইসলাম, এলাকার উন্নয়ন, শিক্ষা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি গুরুত্বারোপ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।
প্রসঙ্গত, মোল্লারটেক ইসলামী সমাজকল্যাণ পরিষদ ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকার মানুষকে শিক্ষা ও ধর্মীয় চেতনায় উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ ঘন্টা ৮ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১৮ ঘন্টা ২৩ মিনিট আগে