শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য উপদেষ্টা পরিষদের সভায় জোরালো ভূমি রাখার দাবি নিয়ে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সাক্ষাত করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য এবং গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক ফারুক হাসান, বাংলাদেশ ছাত্রকল্যান ট্রাস্টের সদস্য ড. শাহদাত।
রবিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সাক্ষাত ও মতবিনিময় সভায় ছাত্রকল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সালাম-শুভেচ্ছা বিনিময়ের পর বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এরপর উপদেষ্টাকে অবগত করেন যে, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট দেশের একটি বৃহত্তম স্বেচ্ছাসেবী এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি মরহুম প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাঁর কাছে জোর দাবি জানানন।একই সাথে ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধিসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের এ কমিশনে অন্তর্ভুক্তির জন্যও অনুরোধ জানান উপদেষ্টাকে।
ছাত্রকল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ বলেন, এমন শিক্ষা সংস্কার কমিশন গঠন করুন যে সংস্কার কমিশন বিচার, বিশ্লেষণ করে দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক কাঠামো ঠিক করে পরবর্তীতে একটি স্থায়ী শিক্ষা কমিশনের জন্য সুপারিশ করবে।
মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টাকে অরাজনৈতিকভাবে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট পক্ষ থেকে কমপক্ষে একজন প্রতিনিধি কমিশনে অন্তর্ভুক্ত করার জন্য জোর অনুরোধ করেন।
মুঠোফোনে আলাপকালে উপদেষ্টার সাথে সাক্ষাত করে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের সভাপতি ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য উপদেষ্টা পরিষদের সভায় জোরালো ভূমি রাখার দাবি নিয়ে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাত করেছি। এসময় লিখিত একটি স্মারকলিপি উপদেষ্টার হাতে তুলে দিয়েছি। উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন তিনি কমিশন গঠনে তাঁর সমর্থন ও জোরালো ভূমিকা থাকবে।
বাংলাদেশ ছাত্রকল্যাণ টাস্ট্রের পরিচালক আরিফুল ইসলাম জিয়া আরও বলেন, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আওয়ামীলীগ সরকার গত ষোল বছরে শিক্ষা এবং বিচার ব্যবস্থাসহ দেশের সকল সংস্থার অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে। গত ৫ ই আগস্ট ছাত্র সমাজের নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই স্বৈরাচার আওয়ামীলীগকে বিতাড়িত করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। তাই এখন সময় এসেছে দেশকে ঢেলে সাজানোর। সরকার যেহেতু কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন, তাই কালবিলম্ব না করে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা অতিব জরুরি।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল নূরে আলম তালুকদার বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ৬টি কশিশন গঠন করেছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। অথচ আমরা সবাই বলে থাকি শিক্ষা জাতির মেরুদন্ড, তাই যদি হয়ে থাকে তাহলে সবার আগে জাতিকে সুষ্ঠ সবলভাবে মাথা উঁচু করে দাড়াতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি। তাই কাল বিলম্ব না করে সকল স্ট্যাক হোল্ডারদের সমন্বয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরি।
৩৮ মিনিট আগে
৫০ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে