অনতিবিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার
চবিতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, জুলাই গনহত্যা, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল অপকর্মের দায়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) সন্ধায় বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে চৌমুহনাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলোত্তোর সমাবেশটি সঞ্চালনা করেন শিক্ষার্থী শামায়েল রহমান ও আশরাফ উদ্দীন শফি।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার শিক্ষার্থী শাহান চৌধুরী, তানজিয়া শিশির, জাবেদ রাহমান, জাকারিয়া হোসেন ইমন, মীর নিজাম, রুহুল আমীন, শাহ উসমান আলী জাকি, শেখ শাব্বির প্রমুখ।
সভায় বক্তারা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন গত ১৬ বছর ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নানা ধরণের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। জুলাই-আগস্টে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
তাই নতুন ছাত্র-জনতার গণঅভুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশে সন্ত্রাসী ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই। অনতিবিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা।
৫৯ মিনিট আগে
১ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৪ মিনিট আগে
১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৮ মিনিট আগে