নীলফামারীর ডোমার পৌর শহরের সাহাপাড়া রোডে অবস্থিত মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসের দোকান ও শোরুম 'মিম টেলিকম'-এ দুর্ধর্ষ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার এসআই শাকিল আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতোয়ালি থানার ময়নামতি ক্যান্টমেন্ট এলাকা থেকে পুলিশ এসকর্টের মাধ্যমে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে থানা সুত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার বাঘরাসা এলাকার মৃত জালাল মিয়ার পুত্র কামাল হোসেন (৩০) ও কুমিল্লা জেলার সোনাকান্দা ২১নং ওয়ার্ড এলাকার আব্দুল আউয়ালের পুত্র বাসির হোসেন বশির।
এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, চুরির ঘটনায় এলাকাটির সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মালামাল উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২রা অক্টোবর সকালে ডোমার পৌর শহরের সাহাপাড়া রোডে মোঃ রিপন ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান মিম টেলিকমে কয়েকজনের সংঘবদ্ধ একটি চোরচক্র শাটারের তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে প্রায় ৯০ লাখ টাকার দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ডোমার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী দোকান মালিক রিপন।
২৬ মিনিট আগে
১ ঘন্টা ১১ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ২৯ মিনিট আগে