রংপুরের পীরগাছায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টােবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক মিজানুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার শামীমুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সাধারণ কেয়ার টেকার আব্দুর রাজ্জাক ও ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ১৪৫টি কেন্দ্রের শিক্ষকবৃন্দ। এসময় তারা বলেন, শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে।
পরে তারা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা সম্পর্কে সবাইকে অবগত করেন। তারা বলেন, জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে দেশে বছরে প্রায় পাঁচ হাজার নারী মারা যান। প্রতিবছর লাখে ১১ জন নারী এ ক্যানসারে আক্রান্ত হন। তবে কিশোরীদের এক ডোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে তাদের জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব। তাই ১০ থেকে ১৪ বছর বয়সী সব কিশোরীকে এইচপিভি টিকার আওতায় আনতে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন।
২৬ মিনিট আগে
১ ঘন্টা ১১ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ২৯ মিনিট আগে