মোহাম্মদপুর ছাত্র- জনতা ঐক্য কিভাবে মোহাম্মদপুর এর আহত ও শহীদ দের কথা দেশবাসীর কাছে তুলে ধরা যায় সে নিয়ে সভা আয়োজন করেছে।
শিক্ষার্থীরা জানান, মোহাম্মদপুর এ ৩০± শহীদ ও আহত কয়েক হাজার কিন্তু তবুও মোহাম্মদপুর এরিয়া রেড জোন থাকার পর ও এইখানের আহত নিহতদের নিয়ে সেন্ট্রাল থেকে ও সরকার থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না।
আহতরা ও উদ্বিগ্ন এই বিষয় নিয়ে ও ক্ষোভ ও প্রকাশ করছেন তাদের এবং যারা ৫ আগষ্ট থেকে মোহাম্মদপুর সংস্কার এর জন্য বিনাস্বার্থে কাজ করে গেছে তারা ও সেন্ট্রাল থেকে কোনো সহযোগিতা পাই নি প্রশাসন থেকে ও পাই নি। এই দুটি বিষয় নিয়ে আমরা মোহাম্মদপুর এর সকল ভলান্টিয়ার গ্রুপ নিয়ে আমাদের যে ঐক্য গঠন করা হয়েছে এর সব এডমিন দের নিয়ে বসেছি। আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাই - সেন্ট্রাল থেকে টিম আসুক ও আহত নিহত সব দাবি ও চাওয়া পাওয়া শুনক ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক ও সব ভলেন্টিয়ার যারা মোহাম্মদপুর সংস্কার এর কাজে নিয়োজিত ছিল তাদের সাথে মত বিনিময় সভা করার জন্য।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ এমরান, নাহিদ ,তাসির, রাতুল, আনিকা, মিরাজ ,শাকিল, আয়ান আরো অন্য অন্য নেতৃত্বে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭ ঘন্টা ১১ মিনিট আগে
২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ২২ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে