অলিগলিতে টহল বাড়াবে পুলিশ : ডিএমপি কমিশনার দেশে সোনার দাম ফের বেড়ে ইতিহাসের সর্বোচ্চ হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সেলিম বেঙ্গলের সৌজন্যে ঈদ উপহার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে আস্থা প্রকল্পের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে আস্থা প্রকল্পের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইফতার মাহফিল বাকৃবির রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হিন্দুদের ওপর হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মোংলায় শিক্ষানুরাগী নেতা শহীদ আব্দুল বাতেন স্মরণসভা কুবিসাস'র ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ১০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ ঈদে জরুরি বিভাগ-ওটি-ল্যাব চালুসহ ১৬ নির্দেশনা অধিদপ্তরের যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধানের বক্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা লাখাইয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বদর দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা আনজুমানে তালামীযের আলোচনা সভা ও ইফতার মাহফিল পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা ছাত্রলীগ থেকে সমন্বয়ক, পরীক্ষায় ফেল করায় ইনস্টিটিউট ইনচার্জের বিরুদ্ধে মামলার হুমকি গোয়লন্দ উপজেলার দৌলতদিয়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত। সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সেমিনার

বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-11-2022 07:38:45 am

◾ বাসস 


বাংলাদেশ এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য নিয়মিত কনসালটেশনের লক্ষে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বাহরাইনের রাজধানী মানামায়, মানামা সংলাপের সাইডলাইনে, গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থার মহাসচিব ড. নায়েম ফালাহ এম. আল-হাজরাফ এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের অধীনে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জনগণের মধ্যে যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় সহযোগিতার জন্য নিয়মিত আলোচনা করবে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ ও জিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিসিসি মহাসচিব বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও জিসিসির মধ্যে সহযোগিতার আইনি কাঠামো হিসেবে যৌথ কর্মপরিকল্পনা, যৌথ ওয়ার্কিং গ্রুপ ও টেকনিক্যাল টিম, জয়েন্ট বিজনেস কাউন্সিল এবং জিসিসি ফোরামের মাধ্যমে কাজ করবে।

পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জোর দিয়ে বলেন, দক্ষতা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সংকট ব্যবস্থাপনা, শান্তি ব্যবস্থাপনা, বনায়ন ও তথ্য-প্রযুক্তি সহযোগিতা, পিটিএ/এফটিএ-এর জন্য বাংলাদেশ ও জিসিসির একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন।

ড. মোমেন জিসিসি মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন



আরও খবর