লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তরা - দেশের যুবসমাজের মূর্ত প্রতীক হয়ে উঠবে যুবদল

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নেতৃবৃন্দ




চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, যুবদলের নেতৃত্বে যেমন নতুন সম্ভাবনা, তেমনই আন্দোলনের ধারাবাহিকতা। আমাদের দেশের যুবসমাজের মূর্ত প্রতীক হয়ে উঠবে এই যুবদল, যা নিজেদের অধিকার আদায়ে, স্বপ্নের বাস্তবায়নে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি এক নতুন যুগের সূচনা, যেখানে যুবদল আবারো জাতির মুক্তির সিঁড়ি হয়ে দাঁড়াচ্ছে। যুবদল প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই যোগ্য নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে। যুবদলে নেতৃত্ব দানকারী নেতারাই এখন দেশের বিভিন্ন গুরুত্ব পর্যায়ে কাজ করে যাচ্ছেন। আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ঐক্য প্রগতি মূলমন্ত্র নিয়ে গঠন করে ছিলেন জাতীয়তাবাদী যুবদল।

২৭ অক্টোবর (রবিবার) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বিপ্লব উদ্যানে (ষোলশহর  ২ নং গেইট) চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আজ ২৭ অক্টোবর, ২০২৪, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিনটি আমাদের কাছে একটি মহান স্মৃতি, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠা একটি শক্তিশালী সংগঠনের উদ্ভবের সূচনা করে। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে যুবদল বিএনপির শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে কাজ করে আসছে, যেখানে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামে অবদান ছিল, তা শুধু এই সংগঠনের জন্য নয়, বরং দেশের জনগণের জন্যও ছিল এক আশার দিশারী।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিপ্লব উদ্যানে প্রায় ৩০০ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়।

উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান ও সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হাসানুল বান্না'র নেতৃত্বে ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।

এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সি. সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল করিম, সাহাবুদ্দিন হাসান বাবু, মো. মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, মো. আবু সুফিয়ান, অরুপ বড়–য়া, মো. আলী সাকী, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মো. হুমায়ুন কবির, ইকবাল পারভেজ, এরশাদ উল্লাহ, মো. এরশাদ হোসেন, দীপঙ্কর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, হেলাল হোসেন, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাঁচা, ওসমান গনি, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, জাফর আহমেদ খোকন, মোহাম্মদ ইয়াছিন, জমির উদ্দিন মানিক, সাবেক সম্পাদক মন্ডলী'র সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, আসাদুজ্জামান রুবেল, ডা. মীর কাশেম মজুমদার, ডা. ইফতেখার আমীন রিজভী, ডা. মেহেদী হাসান, ডা . ফয়সাল, তারেকুল ইসলাম, ডা. ফরহাদ আলম, ডা. জুবায়ের আল মাহমুদ, ডা. এনাম উদ্দিন, ডা. নাঈম, ডা. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর