মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ মোঃ মজিদ আলী (৪৭) নামে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত মজিদ আলী কুলাউড়া উপজেলার তেলিবিল গ্রামের মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কুলাউড়া সদর থানাধীন তেলিবিল গ্রামের আটককৃত মোঃ মজিদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে সকাল সাড়ে ২০টায় গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, আটকের পর মজিদ আলীকে তল্লাশি করে তার লুঙ্গির কোছা থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১ ঘন্টা ৬ মিনিট আগে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ ঘন্টা ৬ মিনিট আগে
১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪ ঘন্টা ১৫ মিনিট আগে