শীতকাল এলেই বিয়ের ধুম পড়ে যায়। গ্রীষ্মকালের চেয়ে শীতকালে বিয়ের অনুষ্ঠান বেশি হয়ে থাকে। আবার অনেকেই বলেন, শীত মানেই বিয়ের মৌসুম। শীতে বিয়ে করার অনেক সুবিধা আছে!
শীতকালে বিয়ের সুবিধা
* গরমে বিয়ে হলে বর-কনে ও অতিথিদের নানা সমস্যা হয়। ঘামে মেকআপ নষ্ট হওয়া থেকে শুরু করে গরমে হাঁসফাঁস করতে হয়। ফলে ঠিকভাবে বিয়েবাড়ির সুস্বাদু পদগুলোও খেয়ে উঠতে পারেন না অনেকেই। শীতকালে এ সমস্যাগুলো হয় না।
* শীতকালে যেহেতু আবহাওয়া বেশ ঠান্ডা থাকে, কাজেই ঘুরে-ফিরে, হৈ-হুল্লোড় করতে ক্লান্তিবোধ হয় না। এ ছাড়াও শীতকালে বিয়ে হলে ডেকোরেশন বেশ সুন্দর করে করা যায়। এ সময় আউটডোরেও প্যান্ডেল করা যায়।
* বিয়েবাড়িতে সাজগোজ মানেই জমকালো হবে। ভেলভেট বা সিল্কের পোশাক পরলে বিয়েবাড়িতে তা বেশ মানানসই হয়। তবে গরমকালে এ ধরনের কাপড় পরা যায় না। তবে শীতকালে ভেলভেটের শাড়ি বা গাউন পরা যায়।
* পোলাও, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাংসের চপ এসব খাবার গরমের সময় খেতে হয় রয়ে-সয়ে। খাবারে একটু এদিক-সেদিক হলেই পেটের ভেতর অস্থিরতা শুরু হয়ে যায়। কিন্তু শীতকালে বিয়ে হলে সেই চিন্তা খুবই কম থাকে।
* তবে ভালো-মন্দ মিলিয়ে শীতের সময়টা ঘোরাঘুরির জন্য এক্কেবারে পারফেক্ট। নতুন বিবাহিত দম্পতির বিবাহের পরে একসাথে ছুটি কাটানোর অর্থাৎ হানিমুনের জন্য সবথেকে ভালো সময় এটি।
৮ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩০ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৪০ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৬ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে