মুন্সিগঞ্জের মিরকাদিমে বাসা থেকে ডেকে নিয়ে শুভ বেপারী (২৩) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে অন্য এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ফয়সালকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শুভ বেপারী। এর আগে শনিবার রাত ১২ টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পেটে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর ছেলে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, খবর পেয়ে ওই এলাকা থেকে ফয়সাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯ ঘন্টা ০ মিনিট আগে
৯ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ ঘন্টা ৫০ মিনিট আগে