ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়কের উদ্যোগে ঐক্যবদ্ধ হলো জেলা কৃষকদল

তৃণমূল নেতাকর্মীদের মাঝে বইছে উৎসাহ উদ্দীপনা


কেন্দ্র থেকে কমিটি গঠনের প্রায় দুই বছর পর মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক কমিটি এক সঙ্গে বসে আহবায়ক কমিটির সভায় মিলিত হলেন। দুইভাগে বিভক্ত জেলা কৃষকদলের ঐক্য হওয়ার খবরে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ঐক্যের পালে সুবাতাস বইছে৷ বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসাহ উদ্দীপনা। 

দীর্ঘদিন ধরে বিভক্ত হওয়া এ সংগঠনটির এতদিন কেউ ঐক্যবদ্ধ করার উদ্যোগ না নেওয়ার সংগঠনটির নেতাকর্মীদের মাঝে এক ধরনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছিলো। অবশেষে মৌলভীবাজার  বিএনপির নতুন  আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর উদ্যোগে এমন বৈঠকের আয়োজন করায় নেতাকর্মী বেজায় খুশি। তারা চান কৃষকদল সহ সকল কমিটি যাতে আগামীতে ঐক্যবদ্ধ দলীয় কার্যক্রম চালাতে পারে।

বুধবার বিকেল তিনটায় তার নিজ বাসভবনে জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।  

জেলা কৃষকদলের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনাহিম কবীরের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।

আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য মিজানূর রহমান মিজান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম রিপন, ফখরুল ইসলাম, মনোয়ার আহমেদ রহমান, মুহিতুর রহমান হেলাল,বিএনপি নেতা মুজাহিদ খান,কৃষক দল নেতা আব্দুল করিম ইমানী,মশিউর রহমান বেলাল, শাহাদ আহমদ,সৈয়দ রিপন আলী,আনোয়ার আহমদ,মো. নানু মিয়া, কাউছার আহমদ, কয়েছ আহমদ এবং মর্ত্তুজা মিয়া।

দলীয় সুত্রে জানা যায়, জেলা কৃষকদলের আহবায়ক কমিটি দীর্ঘ দুই বৎসর যাবত গঠন করা হয়। কিন্তু একসঙ্গে এ কমিটি ঐক্য বদ্ধ ভাবে বসে মিটিং করতে পারে নি। কমিটি গঠনের পর আহবায়ক এবং সদস্য সচিব দুইভাগে বিভক্ত হয়ে যান। কেউ কারো সঙ্গে কথাবার্তা বলেননি৷ ফলে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে যায়।

গত ৫ নভেম্বর জেলা বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার পর এবং কেন্দ্র থেকে চিঠি আসার পর তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের উদ্যোগে জেলা কৃষকদলের আহবায়ক কমিটির   অনুষ্ঠিত সভায় সকলে ঐক্যবদ্ধ হন এবং আগামীতে সকল কার্যক্রম একসাথে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। 

জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ ও সদস্য সচিব মোনাহিম কবির জানান, তারেক রহমানের নির্দেশ জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন উদ্যোগ নিয়ে তার বাসায় বৈঠক করে দলের বিভক্তির অবসান ঘটান। আগামীতে সকল কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পালন করা হবে।

Tag
আরও খবর