দি মৌলভীবাজার চেম্বার অফ এন্ড কমার্স ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম সেবা)চেম্বার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি, যানজট নিরসন, কিশোর গ্যাং, স্কুল -কলেজে সময়ে রাস্তায় পার্কে ইভটিজি, বিভিন্ন নাগরিক সমস্যাসহ ব্যবসায়িদের সাথে পুলিশ প্রশাসনের সেতুবন্ধনের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহকারে শুনে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভায় অংশ নেওয়া দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক আব্দুর রহিম রিপন এ বিষয়টি নিশ্চিত করেন।
চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে বৈঠকে অংশ নেন- বর্তমান সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, পরিচালক মনোয়ার আহমেদ রহমান,পরিচালক সৈয়দ মুনিম আহমেদ রিমন,পরিচালক হামিদুর রহমান চৌধুরী ও পরিচালক হানিফ মোহাম্মদ খানসহ জেলা পুলিশের উর্ধ্বতন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৩৬ মিনিট আগে
৪৮ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে