ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার প্রেক্ষাপটে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই পদক্ষেপ মূলত দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক ও জনগণের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ থেকে জানা গেছে, ভারতীয় দূতাবাসের চারপাশে বাড়তি পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা চৌকিগুলো সক্রিয় করা হয়েছে। যদিও এসব নিরাপত্তা ব্যবস্থা পূর্ব থেকেই বিদ্যমান, তবে বর্তমানে তা আরও কঠোর করা হয়েছে।
উল্লেখ্য, আগরতলার ঘটনাটি বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নজির হয়ে উঠেছে। এ বিষয়ে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এই ঘটনা উভয় দেশের জন্য সংবেদনশীল এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি উভয় দেশ এই পরিস্থিতি সুষ্ঠুভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে।
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে