এখনো বসে ভাবছো কাকে ছোট করবে হায়,
এদিকে যে-মোদের দেশে আগুন লেগে যায়।
একই ধর্মে বিবাধ নিয়ে পড়ে আছ আজ,
এ-সুযোগে ধ্বংস করতে করে নাকো লাজ !
ধেয়ে আসছে দাদার দেশের খেক শিয়ালের দল,
ঐক্য যদি না হোস তবে হারাবি-রে বল,
বুঝবি কবে মাতৃভূমি যাচ্ছে চলে হায়,
ভেদাভেদ সব ভুলে এক হয়ে আয়রে ছুটে আয়।
ব্রিটিশ আমলের চাঁদাবাজি হচ্ছে আবার দেশে,
চিন্তা করি দেশ-নি আবার হারাবিরে শেষে।
নিজ স্বার্থ ভুলে গিয়ে দেশের তরে লড়
ঐক্য হলে সকল জাতি নেইকো-রে আর ডর।
নিশান হারা সৈন্য হারা আরো হারা বীর,
দু'দিন বাদে ভিনদেশিদের দেয়া লাগবে গায়ে তীর।
আর কবেরে বুঝবি তোরা এ-দেশ সকলের,
চিন্তা করছে হিংস্র লোকে এ-দেশ দখলের।
৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০ ঘন্টা ৩ মিনিট আগে
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ ঘন্টা ১৫ মিনিট আগে
১২ ঘন্টা ৪৭ মিনিট আগে