পবিত্র শবে কদর আগামীকাল কাল বিএফএ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনে আগ্রহী পাকিস্তান ডোমারে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নন্দীগ্রাম বিএনপি'র শ্রদ্ধা নিবেদন নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন গণঅভ্যুত্থানে শহীদ সোহেলের পরিবারে সাবেক এমপি মোশারফ হোসেনের উপহার আক্কেলপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল কুলিয়ারচরে ছাত্রদলের উদ্যোগে পথচারীদের ইফতার বিতরন কুলিয়ারচরে ছাত্রদলের উদ্যোগে পথচারীদের ইফতার বিতরন আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল ’২৫ ইং অনুষ্ঠিত মমতায় মাখা মধু খালার চা পীরগাছায় তানজিমুল হিকমাহ একাডেমির হাদিস মুখস্তকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ নড়িয়ায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই: মির্জা আব্বাস বাকৃবিতে স্বাধীনতা দিবসে ছাত্রদলের দুই গ্রুপের আলাদা শ্রদ্ধা নিবেদন পীরগাছায় ইক্ব্রা ইসলামিক যুব সংগঠনের উদ্বোধন

শীতের নির্মম ছোবলে বিপন্ন জীবন

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-12-2024 11:29:26 am

তরুণ লেখক হৃদয় পান্ডে। © ফাইল ছবি


◾ হৃদয় পান্ডে || শীতকাল প্রকৃতির এক মনোরম ঋতু হলেও বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এটি প্রায়শই জীবন-মৃত্যুর সংকট তৈরি করে। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের জন্য শীত মানে কেবল ঠাণ্ডা নয়, এটি বেঁচে থাকার সংগ্রামের আরেক রূপ। শীতের তীব্রতা, কুয়াশাচ্ছন্ন রাত, এবং ঠাণ্ডা বাতাস যখন তাদের মাটির ঘরগুলো ভেদ করে প্রবেশ করে, তখন শীতার্তরা কাঁথা, কম্বল আর নিরাপদ আশ্রয়ের অভাবে দারুণভাবে বিপর্যস্ত হয়।


অন্যদিকে, গ্রামীণ শিশু ও প্রবীণরা শীতের সবচেয়ে বড় ভুক্তভোগী। গরম কাপড়ের অভাবে তারা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হয়। শহরাঞ্চলের মানুষ তুলনামূলক সুবিধাজনক হলেও, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য শীতের রাতগুলো যেন নিরব শত্রু। কাজের অভাব, পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার অভাবে শীতকালের যন্ত্রণা তাদের জীবনের সঙ্গে গভীরভাবে মিশে থাকে।


শীতের এই প্রকোপে কৃষি ও নিম্ন আয়ের মানুষও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা জমিতে কাজ করতে না পারায় ফসলের উৎপাদন কমে যায়। ইটভাটার শ্রমিক, দিনমজুর এবং খোলা আকাশের নিচে কাজ করা মানুষগুলো অসহায় হয়ে পড়ে। যান্ত্রিক আধুনিকতায় শহরের কিছু মানুষ শীতকে উপভোগ করতে পারে, কিন্তু গ্রামের দরিদ্র মানুষের জন্য এটি এক চরম বাস্তবতা।


শীতকালীন এই দুর্দশার মূল কারণ হলো দারিদ্র্য। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দারিদ্র্যের মাত্রা এমনই যে, একটি পরিবারে শীত মোকাবিলার জন্য পর্যাপ্ত কম্বল কেনা বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা সম্ভব হয় না। অনেক পরিবার কুঁড়েঘরে দিন কাটায়, যেখানে শীত প্রবেশ করে অবাধে। অন্যদিকে, জনসচেতনতার অভাব এবং সরকারের অপ্রতুল সহায়তাও এই সমস্যাকে প্রকট করে তোলে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম প্রায়শই দেরিতে শুরু হয় এবং সঠিকভাবে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায় না।


শীতজনিত বিপন্নতার সমাধান করতে হলে রাষ্ট্র এবং সমাজকে একত্রে কাজ করতে হবে। সরকারের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ নিশ্চিত করা দরকার। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এনজিও এবং সুশীল সমাজ এ কাজে সহায়তা করতে পারে। স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং শীতকালীন রোগ প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। গ্রামীণ এলাকায় মোবাইল মেডিকেল টিম চালু করা হলে শীতজনিত স্বাস্থ্য সমস্যাগুলো অনেকাংশে হ্রাস করা সম্ভব। তাছাড়া, শীত মোকাবিলায় সারা দেশে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে গরম কাপড় ব্যবহারের প্রয়োজনীয়তা, শীতকালীন রোগ প্রতিরোধের পদ্ধতি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো দরকার।


শীতকালের সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য মানুষের বেঁচে থাকার লড়াই। দরিদ্র জনগোষ্ঠীর জন্য শীতকে সহনীয় করে তুলতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্র, এনজিও এবং ব্যক্তিগত উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শীতকাল যেন আর কোনো মানুষের জন্য বিপন্নতার নাম না হয়, সেটিই হওয়া উচিত আমাদের সামষ্টিক অঙ্গীকার।

_________

লেখক : হৃদয় পান্ডে 

শিক্ষার্থী; মনোবিজ্ঞান বিভাগ

ঢাকা কলেজ। 


আরও খবর

67dfae5b4a898-230325124651.webp
বিয়ের প্রলোভনে ধর্ষণ - কতটা প্রমাণযোগ্য?

৩ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে