নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার মোঃ হাবেল উদ্দীনের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ আবুল খায়ের, তপন চক্রবর্তী, এবং জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজীম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম, এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।